গত ১০.০৮.২০২৩ খ্রি: তারিখ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগনণা-২০২২ প্রকল্পের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করেন উপজেলা পরিসংখ্যান কার্যালয়, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয় ট্যাব বিতরন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সন্মানিত এমপি ‘অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি মহোদয়’। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মো: নাহিদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট নাছিমা আত্তার ও সন্মানিত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জনাব খালেদা পারভীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্মানিত উপজেলা নির্বাহী অফিসার মু: রাসেদুজ্জামান মহোদয়।উল্লেখ্য, ২০২২ সালের (১৫-২১) জুন সমগ্র দেশ ব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্বপ্রথম ডিজিটাল জনশুমারি। এই জনশুমারিতে ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে মাঠ পর্য়ায় হতে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হয়। এই উপলক্ষ্যে জনশুমারি ও গৃহগননা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয় করা হয় প্রায় ৪ লক্ষ ট্যাব। ক্রয়কৃত ট্যাবলেটসমূহের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ট্যাবলেট ব্যবহ্রত হবে ভবিষ্যতে বিবিএস কর্তৃক পরিচালিত বিভিন্ন জরিপ ও শুমারির কাজে। প্রয়োজনের অতিরিক্ত ট্যাবসমূহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষা উপকরন হিসেবে নবম ও দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরনের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্তের আলোকে টংগিবাড়ী উপজেলার এমপিও ভুক্ত ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪ টি মাদ্রাসার নবম এবং দশম শ্রেণীর ৩৫০ জন শিক্ষার্থী ট্যাব পাবার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়। প্রথম দফায় ১৪৬ জন শিক্ষার্থী ট্যাব পেয়েছে এবং দ্বিতীয় দফায় ট্যাব পেতে যাচ্ছে ২০৪ জন শিক্ষার্থী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস